দু’দিনের প্লেসমেন্ট প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মনোবল বাড়াতে দু’দিনের এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হল আসাম বিশ্ববিদ্যালয়ে। সোম ও মঙ্গলবার এই কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সিলিং অ্যান্ড প্লেসমেন্ট সেল। এতে বিভিন্ন বিভাগের পড়ুয়ারা অংশ নেন।

এই কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ৩০ বছরের দক্ষতা সম্পন্ন মানবসম্পদ উপদেষ্টা তথা কৌশলবিদ এ ব্যানার্জি ও ই-কমার্স সেক্টরে ২০ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন পেশাদার ডি মণ্ডল। উভয় অধিবেশনেই বিশেষজ্ঞরা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় নিয়োগ সংক্রান্ত সাক্ষাৎকারের বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন।

প্রথম দিন শিক্ষক সমন্বয়কারী ও প্রশিক্ষকদের বিভিন্ন কর্পোরেট সেক্টরে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন কৌশলগত পরিকল্পনা, শিল্প সহযোগিতা ও ক্যাম্পাস ইন্টারভিউয়ের ধরন নিয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় দিন প্লেসমেন্ট প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য যোগাযোগ, আলোচনা, দলবদ্ধ কাজ ও নেতৃত্ব বিকাশের ওপর জোর দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সিলিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের ডিরেক্টর অধ্যাপক দেবমাল্য ঘোষ জানিয়েছেন, দু’দিনের এই কর্মশালায় অংশগ্রহণকারীদের ব্যবহারিক কৌশল ও অন্তর্দৃষ্টি প্রদান করা হয়। এতে একাডেমিক প্রস্তুতি ও শিল্প প্রত্যাশার সেতুবন্ধন আরও জোরদার করা হয়েছে। তিনি এও জানান, এই কর্মশালা আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডেপুটি ডিরেক্টর সৌরিশ ধর ও  অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অভিষেক ভট্টাচার্য।

এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন প্লেসমেন্ট সেলের স্টুডেন্টস কো-অর্ডিনেটর মধুরিমা নাথ, সামিম আহমেদ বড়ভূইয়া ও সন্দীপন রায়। বিশ্ববিদ্যালয় সূত্রে এখবর জানানো হয়েছে।

Spread the News
error: Content is protected !!