রাষ্ট্রীয় কর্মযোগী বিষয়ক দু’দিনের কর্মশালা আয়োজিত আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয়ে বৃহৎ পরিসরে রাষ্ট্রীয় কর্মযোগী জনসেবা কর্মসূচির অধীনে আয়োজিত দু’দিনের ক্যাসক্যাডিং প্রশিক্ষণ কর্মশালা শনিবার শেষ হয়েছে। এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আধিকারিকরা অংশ নেন। শুক্রবার অনলাইনে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডিসি ডিরেক্টর তথা ভারপ্রাপ্ত নিবন্ধক জয়ন্ত ভট্টাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক ড: সুপ্রবীর দত্তরায়, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক সৌগত নাথ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখার পাশাপাশি কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সমন্বয়ক তথা সহকারী নিবন্ধক ড. পুলক ধর। উপাচার্য অধ্যাপক পন্থ দক্ষতা ও সক্ষমতা বাড়াতে এই কর্মসূচির উচ্চ প্রশংসা করে  সবাইকে সেবা, সমর্পণ ও সঙ্কল্প নিয়ে কাজ করতে উৎসাহিত করেন। ভারপ্রাপ্ত নিবন্ধক ভট্টাচার্য এধরনের কর্মশালা আয়োজনে প্রাতিষ্ঠানিক কর্মক্ষমতা আরও উন্নত হবে বলে আশা ব্যক্ত করেন।

রাষ্ট্রীয় কর্মযোগী বিষয়ক দু'দিনের কর্মশালা আয়োজিত আসাম বিশ্ববিদ্যালয়ে

দু’দিনের এই কর্মশালায় মাস্টার প্রশিক্ষক হিসেবে ছিলেন কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক প্রদীপ্ত দাস, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক সৌগত নাথ,  উপ-নিবন্ধক বজেন সিং, সহকারী নিবন্ধক ড. পুলক ধর ও নবজ্যোতি নাথ, সেকশন অফিসার আব্দুল জলিল ও সুব্রত সিনহা। এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৩২ জন আধিকারিক ও ব্যক্তিগত সচিবরা অংশ নেন।

রাষ্ট্রীয় কর্মযোগী বিষয়ক দু'দিনের কর্মশালা আয়োজিত আসাম বিশ্ববিদ্যালয়ে

এই কর্মসূচির সমন্বয়ক ড. পুলক ধর জানিয়েছেন, দক্ষতা ও কর্মক্ষমতার উন্নয়নে আগামীতে অন্য স্তরের শিক্ষাকর্মীদের নিয়েও আগামীতে এধরনের কর্মশালা আয়োজিত হবে। তিনি দু’দিনের এই কর্মশালা সফল করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।

Spread the News
error: Content is protected !!