দেশাত্মবোধক উচ্ছ্বাসে স্বাধীনতা দিবস উদযাপিত আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : দেশাত্মবোধক উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে উঠলো আসাম বিশ্ববিদ্যালয় চত্বর। শুক্রবার যথাযথ মর্যাদায় উদযাপিত হল দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের রাজা রামমোহন রায় প্রশাসনিক ভবনের সামনে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক পন্থ বলেন, ‘আমাদের দেশনায়করা যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের জন্য আমরা নিষ্ঠার সাথে কাজ করছি।’ তিনি বিশ্ববিদ্যালয়গুলিকে ‘মানব-নির্মাণ মিশনের মেরুদণ্ড’ হিসাবে বর্ণনা করে বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি সামাজিক অগ্রগতির চালিকাশক্তি হিসেবে দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার কাজ করে চলেছে।

এদিন এনসিসির আসাম বিশ্ববিদ্যালয় ইউনিটের ক্যাডেট ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের একটি দল উপাচার্যকে গার্ড অব অনার জানায়। এনসিসি ইউনিটগুলি তাদের নির্ভুল অনুশীলন ও দক্ষতা প্রদর্শন করে একটি চিত্তাকর্ষক কুচকাওয়াজও উপস্থাপন করে। উপাচার্য পন্থ এনসিসি ক্যাডেটদের শৃঙ্খলা ও অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ পদমর্যাদা প্রদান করেন। সেইসঙ্গে রাজ্য ও জাতীয় পর্যায়ে বিভিন্ন একাডেমিক ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের জন্য খ্যাতি অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে শংসাপত্র বিতরণ করেন।

ড. জয়শ্রী দে’র সঞ্চালনায় আয়োজিত এই প্রাণবন্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথ, বিত্ত আধিকারিক ড. শুভদীপ ধর সহ বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান, অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও আশেপাশের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং স্থানীয়রা। অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন পারফর্মিং আর্টস বিভাগের ছাত্র-শিক্ষকরা।