স্টেশনে ট্রেনের সামনেই পদপিষ্ট বহু যাত্রী, হাসপাতালে ৯ জন

স্টেশনে ট্রেনের সামনেই পদপিষ্ট বহু যাত্রী, হাসপাতালে ৯ জন

২৭ অক্টোবর : দীপাবলির ছুটি পড়তেই স্টেশন চত্বরে তুমুল ভিড়। ট্রেন ধরে বাড়ি যাওয়ার তাড়াহুড়োয় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। স্টেশনে ট্রেনের সামনেই পদপিষ্ট হলেন বহু যাত্রী। যাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ন’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার ভোরে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে। ভোরবেলায় উত্তরপ্রদেশের গোরখপুরে যাওয়ার ট্রেনটি দেরিতেই আসে। ট্রেনে কোনও রিজার্ভ কামরা নেই। সপ্তাহে একদিন মাত্র ট্রেনটি বান্দ্রা স্টেশন থেকে ছাড়ে। সেটি ধরতেই হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন প্ল্যাটফর্মে।

বান্দ্রা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই ঘটে বিপত্তি। পুলিশ সূত্রে খবর, কেউ চলন্ত ট্রেনেই ওঠার চেষ্টা করেন। বসার জায়গা পেতে বাকিরাও হুড়োহুড়ি শুরু করেন। এভাবেই ঘটে দুর্ঘটনাটি। পদপিষ্ট হতেই ন’জনকে উদ্ধার করে পুলিশ। কাউকে স্ট্রেচারে, কাউকে কাঁধে তুলে ভিড় থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্টেশনে ট্রেনের সামনেই পদপিষ্ট বহু যাত্রী, হাসপাতালে ৯ জন

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, বর্তমানে স্টেশনে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। আহতদের মধ্যে একজনের শিরদাঁড়া গুরুতর আহত হয়েছে। বাকিরা পায়ে চোট পেয়েছেন। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।
খবর : আজকাল ডট ইন।

স্টেশনে ট্রেনের সামনেই পদপিষ্ট বহু যাত্রী, হাসপাতালে ৯ জন

Author

Spread the News