সাংবাদিক মলিন শর্মার ষষ্ঠ প্রয়াণবার্ষিকী পালন শিলচর প্রেস ক্লাবে

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : সাংবাদিক মলিন শর্মার ষষ্ঠ প্রয়াণবার্ষিকী উপলক্ষে সোমবার শিলচর প্রেস ক্লাবে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রারম্ভে মলিন শর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।  মলিন শর্মার স্মৃতিচারণ করে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক তথা ‘দ্য মিজোরাম পোস্ট’ সম্পাদক বিভূতিভূষণ গোস্বামী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে, আশ্বাস এনজিও সভাপতি অরুন্ধতী গুপ্ত,  ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, মলিন শর্মার কন্যা মীনাক্ষী শর্মা।

অনুষ্ঠানে ছিলেন মলিন শর্মার পত্নী সীমা শর্মা ও শাশুড়ি সাবিত্রী চক্রবর্তী, সাংবাদিক বিপ্লবকান্তি দে, বিশ্বজিৎ রায় প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শান্তিকুমার ভট্টাচার্য। বক্তারা উল্লেখ করেন, যে ঘাতক যান মলিন শর্মার প্রাণ কেড়ে নিয়েছিল, ছয় বছর হয়ে গেলেও পুলিশ এটিকে চিহ্নিত করতে পারেনি। মলিন শর্মার রহস্য মৃত্যু কার্যত ফাইলচাপা হয়ে পড়ে রয়েছে।মলিনের পরিবার এখনও ন্যায়বিচার পেল না এই প্রশ্ন গভীরভাবে উত্থাপিত হয়। অনুষ্ঠানে মলিন তনয়া মীনাক্ষীকে আর্থিক উপহার তুলে দেওয়া হয়।

Spread the News
error: Content is protected !!