আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি বুধুরাইল হাইস্কুলে
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের ড. আম্বেদকর চেয়ারের উদ্যোগে মঙ্গলবার জয়ফরপুরের বুধুরাইল হাইস্কুলে এক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়। ভারতরত্ন ড. বিআর আম্বেদকরের জীবন ও কর্মের ওপর আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সমতা ও সামাজিক ন্যায়বিচারের বার্তা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া।
অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যশবন্ত নারায়ণ চৌধুরী। উদ্বোধনী ভাষণে তিনি ড. আম্বেদকরের দর্শনের চিরকালীন প্রাসঙ্গিকতার ওপর আলোকপাত করেন। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পদক ও সনদ প্রদান করে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের ড. আম্বেদকর চেয়ারের সহকারী অধ্যাপক ড. মৌমিতা নাথ। তিনি ড. আম্বেদকরের বর্ণবৈষম্যের বিরুদ্ধে আজীবন সংগ্রাম, তাঁর অসামান্য শিক্ষাগত কৃতিত্ব ও সামাজিক সমতার জন্য নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করেন। ড. নাথ আরও বলেন, আম্বেদকর দলিত সমাজের ক্ষমতায়নে এক পথপ্রদর্শক ভূমিকা পালন করেছিলেন। তিনি ভারতের অর্থনীতিতে তাঁর অবদান এবং সংবিধানের প্রধান নির্মাতা হিসেবে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথাও তুলে ধরেন।

এই অনুষ্ঠানটি সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন ড. আম্বেদকর চেয়ারের গবেষক বিশাল দাস। কর্মসূচির অংশ হিসেবে বুধুরাইল হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এর মাধ্যমে পরিবেশের প্রতি দায়বদ্ধতা ও সামাজিক সেবার মূল্যবোধকে জোরদার করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক বলরাম ঘোষ, রাজীব শর্মা, ড. মৌটুসী নাথ, ফুলবাবু তন্তুবাই, নুরুল হক বরভূঁইয়া, রূপা পাল সহ আরও অনেকে।