গৃহযুদ্ধে উত্তপ্ত সুদান, কমপক্ষে ২৭০ জনের মৃত্যু

২০ এপ্রিল : পাঁচদিন কেটে গেলেও রক্তগঙ্গা বয়েই চলেছে সুদানে (Sudan)। গৃহযুদ্ধে উত্তপ্ত সুদান। সে দেশের সেনা বাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্য়ে ক্ষমতা দখল নিয়ে চলছে লড়াই। দুই বাহিনীর মধ্যে লড়াইয়ের মাশুল গুনতে হচ্ছে সুদানের সাধারণ মানুষকে।

বিভিন্ন দেশের দূতাবাস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার অবধি সুদানের গৃহযুদ্ধে কমপক্ষে ২৭০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক মহলের তরফে বারংবার অনুরোধ করলেও এখনই সংঘর্ষ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না বলেই জানিয়েছে সুদান প্রশাসন।

রাস্তার ধারে জমা হচ্ছে মৃতদেহের পাহাড়। প্রাণভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন অনেকে। বর্তমানে উত্তপ্ত সুদানে প্রায় কয়েক হাজার ভারতীয়ও আটকে রয়েছেন। তাদের সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনতে আমেরিকা, ব্রিটেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে কথা বলছে বিদেশ মন্ত্রক।

২০২১ সালে সেনা অভ্যুত্থান করে সুদানের ক্ষমতা দখল করে সেনা বাহিনী। তবে গত সপ্তাহের শনিবার সুদান সেনার প্রধান আব্দেল ফাতাহ আল-বুরহান ও তাঁর ডেপুটি মহম্মদ হামদম দাগলো, যিনি সুদানের আধা সামরিক বাহিনীর নেতৃত্ব দেন, তার মধ্যে বিরোধ বাধে। সেনা নাকি আধা সামরিক বাহিনী, কার হাতে দেশের শাসনভার থাকবে, তা নিয়ে বিরোধই রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়।

Author

Spread the News