আলফা ঘাঁটিতে হামলার সঙ্গে অসম পুলিশ জড়িত নয় : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব
বরাক তরঙ্গ, ১৩ জুলাই : মায়ানমারে আলফা ঘাঁটিতে হামলার সঙ্গে অসম পুলিশ জড়িত নয়। হামলার প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। এও জানান অসমের মাটি থেকে কোনও ড্রোন হামলা হয়নি।
মায়ানমারে আলফা (স্বাধীন) এর চারটি ক্যাম্পে আক্রমণ ভারতীয় সেনাবাহিনীর। ভয়ঙ্কর আক্রমণে তিন শীর্ষ আলফা (স্বাঃ) ক্যাডার, নয়ন অসম, গণেশ অসম এবং প্রদীপ অসম নিহত হন। নয়ন অসমের শেষকৃত্যে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
হামলায় আলফা (স্বাধীন) এর আরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। মায়ানমারের জঙ্গলে ফাইটার জেট চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।