আসু নেতা মঞ্জুর আহমদ বড়ভূইয়া আর নেই

বরাক তরঙ্গ, ১৮ মে : ছাত্র সংগঠন আসু-র কাছাড় জেলা কমিটির উপদেষ্টা মঞ্জুর আহমদ বড়ভূইয়া আর নেই। শনিবার রাত ১০টা ৩০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স ছিল ৫৭ বছর। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, এক ছেলে ও মেয়ে সহ আত্মীয় পরিজনকে।

উল্লেখ্য, শিলচর কনকপুর প্রথম খণ্ডের বাসিন্দা মঞ্জুর ২০২২ সালে স্ট্রোকে আক্রান্ত হন। তাঁর শরীরের একদিক তখন অচল হয়ে পড়ে। ওই অবস্থায়ই তিনি বাড়িতে ছিলেন। চারদিন আগে তাঁর লিভারে জল জমে যায়। তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা ভাল নয় দেখে আইসিইউ-তে রাখা হয়। দুপুর পর্যন্ত তাঁর অবস্থা মোটামুটি ঠিকই ছিল। কিন্তু রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় এবং ১০-৩০ মিনিটে তাঁর জীবনাবসান ঘটে। প্রয়াত মঞ্জুর আহমদের জানাজার নামাজ রবিবার দুপুর ১-৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

আসু নেতা মঞ্জুর আহমদ বড়ভূইয়া আর নেই
Spread the News
error: Content is protected !!