অসমের বিশিষ্ট সাংবাদিক বৈকুণ্ঠনাথ গোস্বামীর আর নেই
বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : অসমের প্রখ্যাত সাংবাদিক বৈকুণ্ঠনাথ গোস্বামী আর নেই। গুয়াহাটির হেংগরাবাড়ি এলাকার বাসিন্দা এই প্রবীণ সাংবাদিক শুক্রবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
১৯৪৬ সালের আগস্ট মাসে পাঠশালার বামুনকুচিতে জন্মগ্রহণ করা গোস্বামী গুয়াহাটির হেংগরাবাড়ি হাউজিং কলোনিতে বসবাস করছিলেন। তাঁর কন্যা সুস্মিতা গোস্বামীও একজন সাংবাদিক।
গোস্বামী সাপ্তাহিক অসম ভূমি পত্রিকার সম্পাদক এবং গুয়াহাটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI)-তেও সাংবাদিক হিসেবে কাজ করেছেন এবং দিসপুর প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি ছিলেন।
অসম ভূমি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অগ্ৰদূত, দৈনিক জনমভূমি, ও নিউজ স্টার-এর মতো সংবাদপত্রে বিভিন্ন সম্পাদকীয় পদে কাজ করেছেন।
তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি একজন স্বতন্ত্র সাংবাদিক ও কলাম লেখক হিসেবে বহু স্থানীয় পত্রিকায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
গোস্বামী ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (UNI)-র বিহারের পাটনা ব্যুরো চিফ হিসেবে অবসর গ্রহণ করেন। এছাড়াও, তিনি অধুনালুপ্ত সাপ্তাহিক নীলাচল পত্রিকারও সম্পাদক ছিলেন।
বৈকুণ্ঠনাথ গোস্বামীর প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে জ্ঞানমালা প্রথম ও জ্ঞানমালা দ্বিতীয়, লোককথার সংকলন, নিবন্ধ চয়ন, প্রবন্ধ সংকলন, অসমিয়া জাতীয়তাবাদ ও অসমিয়ার সংজ্ঞা এবং সংবাদ মধ্যমের স্বাধীনতা প্রভৃতি গ্রন্থ।
অসমিয়া সাংবাদিকতা ও সাহিত্যে তাঁর অবদান রাজ্যের সাংবাদিকতা ও সাহিত্য জগতকে সমৃদ্ধ করেছে। তিনি অসম সরকারের সাহিত্যিক পেনশনেও ভূষিত হয়েছিলেন।

