যোরহাটের টকলাই’র সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর আসাম বিশ্ববিদ্যালয়ের
বরাক তরঙ্গ, ১ আগস্ট : চা নিয়ে গবেষণার জন্য যোরহাটের চা গবেষণা কেন্দ্ৰ ‘টকলাই’র সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল আসাম বিশ্ববিদ্যালয়৷ বৃহস্পতিবার উপাচাৰ্য অধ্যাপক রাজীবমোহন পন্থের উপস্থিতিতে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন টকলাই টি রিসাৰ্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ড. ভেঙ্কটেসন সেলভারাজ ও আসাম বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. প্ৰদোষ কিরণ নাথ৷

বিশ্ববিদ্যালয়ের হেমাঙ্গ বিশ্বাস সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাচাৰ্য অধ্যাপক পন্থ বলেন, চা গবেষণায় সহযোগিতার ক্ষেত্ৰে এ এক যুগান্তকারী পদক্ষেপ৷ তিনি আশা প্ৰকাশ করেন, এই সমঝোতা চুক্তির ফলে গবেষণার ক্ষেত্ৰ আরও প্ৰসারিত হবে এবং এতে চায়ের সামগ্ৰিক উৎপাদন ও গুণগত মান আরও উন্নত হবে৷ এব্যাপারে পারস্পরিক সম্মতিতে শীঘ্ৰই বিস্তারিত নিৰ্দেশিকা তৈরি করা হবে বলেও জানান উপাচাৰ্য৷

প্ৰসঙ্গত, এই সমঝোতা চুক্তির ফলে আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যোরহাটের চা গবেষণা কেন্দ্ৰের ল্যাবরেটরিতে গিয়ে কাজ করতে পারবেন৷ পাশাপাশি যৌথ গবেষণার ক্ষেত্ৰ তৈরি হবে৷ আয়োজিত হবে চা বিষয়ক নানা কৰ্মসূচিও৷ এছাড়া চায়ের ওপর ইন্টাৰ্নশিপ যেমন চালু হবে, তেমনি জাতীয় শিক্ষানীতি অনুযায়ী চায়ের ওপর প্ৰশিক্ষণ ও দক্ষতা বিকাশ কোর্সও শুরু হবে৷ অন্যদিকে টকলাইয়ে যাঁরা গবেষণা করছেন, তাঁদের নাম আসাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নিবন্ধন করা হবে৷

এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইকিউএসি’র ডিরেক্টর অধ্যাপক পীয়ূষ পাণ্ডে, রসায়ন বিভাগের বরিষ্ঠ অধ্যাপক চিররঞ্জন ভট্টাচাৰ্য, কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিলের ডিরেক্টর জয়ন্ত ভট্টাচাৰ্য, পরীক্ষা নিয়ন্ত্ৰক ড. সুপ্ৰবীর দত্তরায় প্ৰমুখ৷ উপস্থিত ছিলেন রোজকান্দি চা বাগানের জেনারেল ম্যানেজার ঈশ্বরভাই উবাদিয়াও৷