সিইউইটি : শিক্ষা বিভাগকে সিদ্ধান্ত জানাল আসাম বিশ্ববিদ্যালয়

বরাক তরঙ্গ, ২২ মে : আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে স্নাতকস্তরে ৮০ শতাংশ ছাত্রছাত্রীদের সিইউইটি পরীক্ষার ফলাফল ছাড়াই ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার  কলেজগুলোর অধ্যক্ষ ও সংশ্লিষ্ট আধিকারিকদের বৈঠকে। আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রদোষকিরণ নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত অসম সরকারের শিক্ষা বিভাগের সচিবের কাছে এক পত্র আকারে প্রেরণ করেন এবং এভাবেই উচ্চ শিক্ষা বিভাগের স্নাতকস্তরে ভর্তির জন্য পোর্টালের কারিগরি দিক ঠিক করতে নির্দেশ দেন।

এই পরিবর্তন গুলো ‘সমর্থ’ পোর্টালে অন্তর্ভুক্ত করা প্রয়োজন এবং যদি  পোর্টালের মাধ্যমে ভর্তি খোলার বিষয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়, তাহলে তা বিবেচনায় নেওয়া যেতে পারে। এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ/বিভাগে তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনার জন্য বিষয়টি তদনুসারে জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মার্চ মাসে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের অনুমোদন প্রাপ্ত কলেজগুলোতে স্নাতকস্তরে ভর্তির ক্ষেত্রে ১০০ শতাংশ আসন সিইউইটি উত্তীর্ণদের জন্য সংরক্ষিত করা হয়েছে। কিন্তু সিইউইটি পরীক্ষায় সৃষ্টি জটিলতার জন্য ছাত্রছাত্রীরা যে অসুবিধার সম্মুখীন হচ্ছে। আসাম বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত কার্যকর হলে ছাত্রছাত্রীদের সমস্যা সুরাহা হতে পারে।

Author

Spread the News