অসমের রাজ্য ফল ‘কাজি লেবু’ ঘোষণা

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : অসমের ‘কাজি লেবু’ বা ‘সাইট্রাস লিমন’কে রাজ্য ফল হিসাবে ঘোষণা করেছেন কৃষিমন্ত্রী অতুল বরা। মঙ্গলবার রাজ্য বিধানসভায় কৃষিমন্ত্রীর এই ঘোষণার পর অসমবাসীর দীর্ঘদিনের জল্পনা ও কৌতূহলের অবসান ঘটেছে বলে মনে করা হচ্ছে।

‘কাজি লেবু’কে রাজ্য ফল হিসাবে ঘোষণা করতে গিয়ে মন্ত্রী বরা এর ঔষধি গুণাগুণ এবং কৃষির গুরুত্ব তুলে ধরেন বিধানসভায়। মন্ত্রী বলেন, ‘কাজি লেবু’ অসমে ১৫.৯০ হেক্টর জমিতে উৎপাদিত হয়। এই ফল রাজ্যের কৃষিক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অসমে এই লেবু উৎপাদনের সঙ্গে ২৭ লক্ষ চাষি জড়িত। কৃষিমন্ত্রী অতুল বরা আরও বলেন, এ বছর রাজ্যে ১.৫৮ লক্ষ মেটটিক টন কাজি লেবু উৎপাদন হয়েছে। ইতিমধ্যে উৎপাদিত ৭০ হাজার ‘কাজি লেবু’ বিদেশে, যেমন দুবাই, লন্ডন, আবুধাবি, কাতারে রফতানি করা হয়েছে। ২০১৯ সালের ৫ জানুয়ারি কাজি লেবুকে জিআই ট্যাগ দেওয়া হয়েছিল।

Author

Spread the News