তিন রাজ্যে বৃক্ষ রোপণ অভিযান আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ৬ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ত্রিপুরা, অসম এবং মণিপুরজুড়ে বৃক্ষরোপণ অভিযান চালায় আসাম রাইফেলস।

পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলা গ্যারিসনে, আসাম রাইফেলস একটি উল্লেখযোগ্য বৃক্ষরোপণ অভিযান চালায়। ফল-ধারণকারী সহ বিভিন্ন ধরনের গাছের ৫০০টি চারা রোপণ করে। উনকোটির বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এর সঙ্গপ সহযোগিতায় ত্রিপুরার রাধানগরে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত করে আসাম রাইফেলস। রাধানগর-উনাকোটি মহাসড়কের পাশে বিভিন্ন স্থানীয় প্রজাতির ৫০০ টিরও বেশি চারা রোপণ করা হয়।

তিন রাজ্যে বৃক্ষ রোপণ অভিযান আসাম রাইফেলসের

আসাম রাইফেলস মেরি লাইফ ক্যাম্পেইনের অংশ হিসেবে অসমের জালুরিয়ায় একটি বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করে। ১৫০টি চারা রোপণ করে। এআর কর্মীরা মণিপুরের জিরিবাম জেলার কদমতলায় ৫০টি চারা রোপণ করেছেন।

এই সম্মিলিত প্রচেষ্টাগুলি পরিবেশ সংরক্ষণ এবং সম্প্রদায়ের সম্পৃক্ততাকে উৎসাহিত করার জন্য আসাম রাইফেলস জোর দেয়।

Author

Spread the News