২১ কোটি টাকার মাদক উদ্ধার আসাম রাইফেলসের
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : মাদক বিরোধী অভিযানে বিশাল সাফল্য পেল আসাম রাইফেলসের জওয়ানরা। মিজোরাম- মায়ানমার সীমান্তের চাম্পাই জেলার জোখাওথারে ৭০,৭০০ ট্যাবলেট মেথঅ্যামফেটামিন আটক করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২১ কোটি টাকা। মঙ্গলবার আসাম রাইফেলস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, সোমবার গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পারাপার এলাকার একটি স্থানে তল্লাশি চালানো হয় এবং সেখানেই এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করা হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি বলে জানানো হয়েছে।