নিউ কাইফুন্দাই গ্রামে মহিলাদের সেলাই প্রশিক্ষণ দিচ্ছে আসাম রাইফেলস

বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি সামাজিক কাজকর্ম ও মানুষকে স্বাবলম্বী করে তোলার প্রয়াস চালাচ্ছে আসাম রাইফেলস। মণিপুরের তামেংলং জেলার নিউ কাইফুন্দাই গ্রামের মহিলাদের জন্য দুই মাসের টেলারিং প্রশিক্ষণ শুরু করেছে ইতিমধ্যে। প্রাথমিকভাবে কুড়ি জন স্থানীয় মহিলা কোর্সে নিজেদের নাম নথিভুক্ত করেছেন এবং কোর্সের সময়কালের জন্য একজন পেশাদার প্রশিক্ষক নিয়োগ করা হয়েছে।

প্রশিক্ষণ শেষ হওয়ার পর  অংশগ্রহণকারীদের সেলাই মেশিন প্রদান করনে আসাম রাইফেলস। যা নিউ কাইফুন্দাই গ্রামের মহিলাদের সেলাইয়ে দক্ষতা, কর্মসংস্থানের সুযোগ এবং তাদের দৈনন্দিন জীবন উন্নত করতে সাহায্য করবে।

নিউ কাইফুন্দাই গ্রামে মহিলাদের সেলাই প্রশিক্ষণ দিচ্ছে আসাম রাইফেলস

গ্রাম কর্তৃপক্ষ আসাম রাইফেলসের প্রচেষ্টার প্রশংসা করেছে এবং গ্রামবাসীদের সহায়তা প্রদানের প্রচেষ্টার জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এ ছাড়াও এই প্রকল্পটি নিরাপত্তা বাহিনীর প্রতি জনগণের আস্থা এবং আসাম রাইফেলসের প্রতি তাদের ধারণা বৃদ্ধি করবে। এবং আসাম রাইফেলস জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাবে।

Author

Spread the News