মনিপুরের প্রত্যন্ত গ্রামে ফুটবল আসর, ক্রীড়া সামগ্রী বণ্টন আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : হিংসাগ্রস্ত মণিপুরে শান্তি ফেরাতে সচেষ্ট আসাম রাইফেলস। রাজ্যের তামেঙলং জেলার জেলার নিউ কাইপুন্দাই গ্রামে এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল তারা। সদভাবনা প্রকল্পের অধীনে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। এলাকার তরুণদের উৎসাহিত করতেই আসাম রাইফেলসের এই আসরের আয়োজন। ১২-১৩ ফেব্রুয়ারি নিউ কাইপুন্দাই গ্রামের খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আসাম রাইফেলসের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন টিজে গেঙমায়। ছেলেদের পাশাপাশি অনুষ্ঠানে মেয়েরাও উপস্থিত ছিল।

মনিপুরের প্রত্যন্ত গ্রামে ফুটবল আসর, ক্রীড়া সামগ্রী বণ্টন আসাম রাইফেলসের

খেলা শেষে আসাম রাইফেলসের পক্ষ থেকে স্থানীয়দের মধ্যে ক্রীড়াসামগ্রী বণ্টন করা হয়। ক্রীড়াসামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, বক্সিং গ্লাভস ইত্যাদি। আসাম রাইফেলসের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানায় স্থানীয়রা। তাদের কথা অনুযায়ী আসাম রাইফেলসের এই প্রচেষ্টা মণিপুরকে শান্তির পথে এগিয়ে নিয়ে যাবে। উল্লেখ্য, ফুটবল প্রতিযোগিতায় মোট ছয়টি গ্রাম অংশ নিয়েছিল।

Author

Spread the News