অসম লোকসেবা আয়োগের অধ্যক্ষা হলেন প্ৰভাতী থাওসেন
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : প্রাক্তন আইএএস আধিকারিক প্ৰভাতী থাওসেন-কে অসম লোকসেবা আয়োগের (APSC) অধ্যক্ষা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার দিশপুরে রাজ্য কর্মচারী বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশ জারি করা হয়।
প্ৰভাতী থাওসেন বর্তমানে অসম লোকসেবা আয়োগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ডিমা হাসাও জেলার হাফলং শহরের বাসিন্দা। তাঁর বাবা জে. কে. থাওসেনও একসময় অসম লোকসেবা আয়োগের সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
প্ৰভাতী থাওসেনের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবর হাফলংসহ সমগ্র ডিমা হাসাও জেলায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি করেছে। জেলার বিভিন্ন মহল তাঁকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যৎ কর্মকাণ্ডে সাফল্য কামনা করেছেন।

