শিলচরে শুরু দঃ অসম ফিল্ম ফেস্টিভ্যাল
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : হালের বাংলা সিনেমা-টিভি তারকা সমাবেশে সীমিত দর্শক-শ্রোতার উপস্থিতিতে শনিবার শিলচর বঙ্গভবনে শুরু হল দু’দিনের দক্ষিণ অসম ফিল্ম ফেস্টিভ্যাল। শ্রোতাদর্শক ও অতিথিদের প্রেক্ষাগৃহে পৌঁছতে দেরি দেখে একঘন্টারও বেশি সময় পরে ক্লাব ইচ্ছেডানা আয়োজিত দ্বিতীয়বারের মতো এই চলচ্চিত্র উৎসবের সূচনা হয় স্থানীয় ও কলকাতা থেকে আমন্ত্রিত অতিথিদের বরণ এবং প্রদীপ জ্বালানোর মাধ্যমে।
শুরুতেই মঞ্চে আমন্ত্রণ জানানো হয় শ্যামলী কর, বিভাসরঞ্জন দেব, সুজাতা ধর, বিপ্লব নাথ, হিমাঙ্কু সাহা, দেবস্মিতা নাথকে। তাঁদের উত্তরীয়, পুষ্পস্তবক ও স্মারক দিয়ে বরণ করা হয়। এরপরেই আমন্ত্রণ জানানো হয় উৎসবের ব্র্যান্ড অ্যাম্বেসেডর বাংলা রুপালি পর্দার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস, অভিনেত্রী অনুস্কা চক্রবর্তী, অর্কপ্রভ ভট্টাচার্য, নির্দেশক রাজেশ রায় ও বহুল-চর্চিত, রাজদীপ সরকারকে। তাঁদেরও অনুরূপভাবে বরণের পর তাঁদের হাত দিয়ে প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করা হয়। মাঝখানে ডেকে নেওয়া হয় বাংলা সিনেমার নয়ামুখ এহসাস কাঞ্জিলাকে। তাঁকেও বরণ করেন ইচ্ছেডানার সদস্যরা। এরপর সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন নির্বাণ ডান্স অ্যাকাডেমি ও জ্ঞানদা ডান্স গ্রুপের শিল্পীরা। টুম্পা
উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ দাস থেকে শুরু করে টলিউডের নামিদামি অভিনেতা পরিচালকর সবাই শিলচরে দ্বিতীয়বারের মতো সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজনের প্রশংসা করেন। একইসঙ্গে তাঁরা আয়োজক ক্লাব ইচ্ছেডানার এই প্রয়াসে সাধুবাদ জানান।
নৃত্যানুষ্ঠানের পরেই আদ্যা মা প্রডাকশনস্ নিবেদিত সিলেটের গণভোট এবং দেশ বিভাজনের কাহিনী নিয়ে বরাকমূলের পরিচালক শর্মিষ্ঠা দেবের ‘উদ্বাস্তু’ ছবিটি দেখানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুম্পা গোস্বামী।