অসমেও ভোটার তালিকার বিশেষ সংশোধনী, আপলোড ২০০৫ সালের ভোটার তালিকা
বরাক তরঙ্গ, ৯ আগস্ট : সারা দেশে কার্যকর হবে ভোটার তালিকার বিশেষ সংশোধনী, সংক্ষেপে SIR (Special Intensive Revision)। SIR বিষয়ে জেলার নির্বাচনী কর্মকর্তাদের বিশেষ নির্দেশ দিয়েছেন অসমের মুখ্য নির্বাচনী কর্মকর্তা। এই SIR সংক্রান্ত পূর্ণ সূচি ভারতীয় নির্বাচন কমিশন আগামী ১৫-২০ দিনের মধ্যে ঘোষণা করবে। তাই এর সব দিক কার্যকর করার জন্য সতর্ক থাকতে জেলা নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী কর্মকর্তার পক্ষ থেকে।
জেলা নির্বাচনী কর্মকর্তাদের জন্য নির্দেশাবলি:
১) নিশ্চিত করতে হবে যে ERO/AERO ও BLO-রা তাদের দায়িত্বের জায়গায় উপস্থিত থাকেন।
২) নতুন ভোটকেন্দ্রের জন্য অতিরিক্ত BLO নির্বাচন করে প্রস্তুত রাখতে হবে। প্রস্তাবিত বণ্টনে নির্বাচন কমিশনের অনুমোদন মেলার পর এবং মুখ্য নির্বাচনী কর্মকর্তার নির্দেশ জারির পর নিয়োগ দেওয়া যাবে।
৩) SIR-এর সূচি ঘোষণার পর নির্বাচন দপ্তরের নির্বাচনী কর্মকর্তা, নির্বাচনী কর্মচারী ও ডেটা এন্ট্রি অপারেটরদের কোনও অতিরিক্ত দায়িত্ব দেওয়া যাবে না।
৪) BTC নির্বাচনে জেলা নির্বাচনী কর্মকর্তা ও নির্বাচনী কর্মচারীদের ব্যবহার করা যাবে না। BTC নির্বাচনের জন্য জেলা নির্বাচনী কর্মকর্তাকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫) ব্যাপক সংশোধনের পর ২০০৫ সালের চূড়ান্ত ভোটার তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই তথ্য সব স্বীকৃত রাজনৈতিক দল ও জেলা নির্বাচনী কর্মকর্তাদের অবগত করা হয়েছে।
৬) আমাদের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট কন্টাক্ট সেন্টার সক্রিয় করা হবে। প্রতিদিন NGSP পোর্টালে ডিজিটাইজ করা এবং ফোন কল রিসিভ করার জন্য কর্মী নির্বাচন করে রাখতে অনুরোধ করা হয়েছে। এই কাজের জন্য কোনো অতিরিক্ত অর্থ বরাদ্দ হবে না।
সঙ্গে এই নির্দেশনাকে জরুরি হিসেবে গ্রহণ করতে বলা হয়েছে বলে উল্লেখ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা।