সোনাবাড়িঘাট থেকে হেরোইন সহ মণিপুরের দুই যুবককে আটক আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : মাদকমুক্ত দেশ গড়তে জোরদার অভিযান চালিয়ে যাচ্ছে রাজ্য ও কেন্দ্র সরকারের নিরাপত্তা বাহিনী। এরই অঙ্গ হিসেবে আসাম রাইফেলস, ডিআরআই–এর সঙ্গে যৌথভাবে মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল পেল। বুধবার কাছাড়র জেলার সোনাবাড়িঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫.৮৫ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়।

গোপন সূত্রের ভিত্তিতে আসাম রাইফেলসের দলটি অভিযান চালায়। অভিযানে একটি যানবাহনে করে পাচার হওয়া মাদকের চালান আটক করা হয়। এই ঘটনায় মণিপুরের চানডেল জেলার দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে ব্যবহৃত যানবাহনটিও বাজেয়াপ্ত করা হয়েছে এবং সন্দেহভাজন দুই ব্যক্তির কাছ থেকে দু’টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

উত্তর–পূর্ব ভারতে মাদকবিরোধী প্রচেষ্টায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা আসাম রাইফেলস আবারও প্রমাণ করল যে নেশার নেটওয়ার্ক ধ্বংসে তাদের অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন আইন–শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদকচক্র ভেঙে নতুন প্রজন্মকে নেশার অভিশাপ থেকে রক্ষা করতে আসাম রাইফেলস প্রতিশ্রুতিবদ্ধ।

Spread the News
error: Content is protected !!