পাথারকান্দির নাম বহাল থাকায় খুশির জোয়ার বিধায়ক সহ গেরুয়া বাহিনীর 

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনা অবশান ঘটলো ডি‌লি‌মি‌টেশ‌নে বহাল থাকল পাথারকান্দির নাম। খু‌শি‌তে মাতোয়ারা গেরুয়া শিবির। পূর্ব নির্ধা‌রিত সূচি অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় ডিলিমিটেশনে অসম রা‌জ্যে পুনঃনির্ধারনের চূড়ান্ত তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে আনন্দে মাতোয়ারা হয়ে উঠল পাথারকান্দির গেরুয়া শিবির। এ‌তে মিষ্টিমুখ থেকে শুরু করে বাজি পটকা পুড়িয়ে এই আনন্দে গা ভাসা‌তে দেখা যায় গেরুয়া ব্রিগে‌ডের কর্মী সমর্থক‌দের।প‌রে এ‌তে সা‌মিল হন পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালও।

পাথারকান্দির নাম বহাল থাকায় খুশির জোয়ার বিধায়ক সহ গেরুয়া বাহিনীর 

এ‌দিন সন্ধ্যায় দলীয় মণ্ডল কার্যালয়ে আয়োজিত এক সভায় বিধায়ক নিজ মন্তব্যে নিজ কেন্দ্রের নাম পুনঃবহাল রাখায় ভারতীয় নির্বাচন কমিশন সহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বলেন,পাথারকান্দির নামটির সঙ্গে বৃহৎ এই অঞ্চলের ইতিহাস জড়িত রয়েছে।তাই এই নাম বহাল রাখাতে তিনি নির্বাচন কমিশনের স‌ঠিক পদক্ষেপ‌কে সাধুবাদ জানান।‌  তিনি আরও ব‌লেন, বিগত ২০ জুন ভারতের নির্বাচন কমিশন কর্তৃক ডিলিমিটেশনের প্রস্তাবিত খসড়া তালিকায় নিজ কেন্দ্রের নাম বিলুপ্তিকরণে তার মনেও ব্যাপকভাবে দাগ কেটেছিল। সেসময় কেন্দ্রের বিধায়ক হিসেবে বিরোধীদের নানা কুটক্তি ঘাড়ে নিয়ে তি‌নি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। তাঁর কথায় বিগত ২০০৪-০৫ সালেও ডিলিমিটিশন নিয়ে দৌড়ঝাঁপ শুরু হয়। পরবর্তীতে ২০০৭ সালে এনিয়ে একটি খসড়া তালিকাও প্রকাশ হয় কিন্তু তাৎকালীন কংগ্রেস সরকার সেটা বাস্তবায়িত হতে দেয়নি। অথচ আজকের দিনে এই একই ইস্যু নিয়ে তারা গেল গেল রব তো‌লে‌ছিল। পরব‌র্তিতে পাথারকা‌ন্দিবাসীর সুনাম অক্ষত থাকায় তিনি ও তার কর্মী সমর্থকেরা বেজায় খু‌শি ব‌লে জানান।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News