আর্যপট্টির পূজায় হন্টেড আইল্যান্ডের দৃশ্য, টানবে দর্শনার্থী
এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : আর্যপট্টি কালীপূজায় দেখা যাবে হন্টেড আইল্যান্ডের দৃশ্য। আর্যপট্টি দুর্গাবাড়ি কালীপূজা কমিটির এবারের থিম হচ্ছে মেক্সিকো সিটির হন্টেড আইল্যান্ড। ৭২ বছর আগে এই আইল্যান্ডে জলে ডুবে এক শিশুর মৃত্যু হয়। পরবর্তী সময়ে আইল্যান্ড ছেড়ে প্রায় সবাই অন্যত্র পাড়ি দেন। বিশেষত রাতের বেলা এই আইল্যান্ডে কেউ থাকেন না। কিন্তু বর্তমান সময়ে পর্যটকদের কাছে আকর্ষণের একটা অন্যতম কেন্দ্রবিন্দু। আর এই হন্টেড আইল্যান্ডের দৃশ্যই তুলে ধরা হচ্ছে আর্যপট্টি দুর্গাবাড়ি কালীপূজায়। এ বছর ৯৭তম কালীপূজার আয়োজন করছে আর্যপট্টি কমিটি।
১ নভেম্বর প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর মণ্ডপের উদ্বোধন করবেন। পূজা চলবে তিন দিন। থাকবে প্রসাদ বিতরণের আয়োজন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার এক সাংবাদিক সম্মেলনে একথা তুলে ধরেন সম্পাদক জয়দীপ চন্দ, কার্যকরী সভাপতি রঞ্জিত চৌধুরী সহ-সভাপতি বহ্নিশিখা দেব প্রমুখ।