সোনাইয়ে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ৩০ জুন : আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র সোনাইয়ে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। শনিবার ৭৭৬ নং মাজিরগ্রাম প্রাথমিক স্কুলে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। এদিন সকাল ১১ টা থেকে বিকেল ৩টে পর্যন্ত চলে। আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতার সূচনা করেন সোনাই ক্লাবের সহসভাপতি বক্তার হুসেন বড়লস্কর। এরপর স্বাগত বক্তব্য রাখেন ব্লক সংযোজক রাগিব হোসেন চৌধুরী।

সোনাইয়ে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরপি সাবিনা মজুমদার, সোনাই ক্লাবের লাইব্রেরিয়ান হামিদুল ইসলাম লস্কর, সোনাই খণ্ড শিক্ষা আধিকারিক নন্দিনী মুখার্জি। সবাই বিজ্ঞান শিক্ষার গুরুত্ব প্রদান করেন এবং সোনাই আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের প্রশংসা করেন। পরে ক্রমান্বয়ে পোস্টার ড্রইং এক্সটেম্পুর স্পিচ, মডেল তৈরি এবং আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পোস্টার ড্রইং এ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যথাক্রমে সোনাই যুবতী সিংহ মণিপুরি হাইস্কুলের এন রুহিত সিংহ, ঐ স্কুলের আই দিয়া সিংহ এবং সৈদপুর নন্দ কিশোর এমই স্কুলের স্নেহা সরকার। এক্সটেম্পুর স্পিচ এ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যথাক্রমে সোনাই যুবতী সিংহ মণিপুরি হাইস্কুলের মণীষা সিংহ, সোনাবাড়িঘাট এমভি স্কুলের মণিদুল হক লস্কর এবং নুতন কাঞ্চনপুর এমই স্কুলের সুস্মিতা সরকার। মডেল তৈরি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যথাক্রমে নুতন কাঞ্চনপুর এমই স্কুলের টিনা শীল, সোনাই যুবতী সিংহ মণিপুরি স্কুলের কে অভিনীতা সিংহ এবং নুতন কাঞ্চনপুর এমই স্কুলের স্নেহা সরকার। বৈজ্ঞানিক আইডিয়া প্রতিযোগিতায় প্রথম হয়েছে নুতন কাঞ্চনপুর এমই স্কুলের রাজন দাস।

সোনাইয়ে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের প্রতিযোগিতা অনুষ্ঠিত

এদিন বিকেল সাড়ে তিনটায় পুরস্কার বিতরণ শুরু হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সহ-সভাপতি বক্তার হুসেন বড়লস্কর। এতে উপস্থিত ছিলেন সোনাই খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের অধীনে কাজ করা বিআরপি ফিরুজ আহমেদ লস্কর, সিআরসিসি কে কৃষ্ণকান্ত সিনহা, আফসর হুসেন মজুমদার মাসুদ আহমেদ লস্কর। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন উজ্জল পাল ও সুজাতা রায় চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্যভট্ট বিজ্ঞান বড়খলা ব্লকের কো-অর্ডিনেটর রাধুমোহন ধর।

Author

Spread the News