জাফা অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন অরূপ-মনজুর
বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গুয়াহাটি দিশপুর লাস্ট গেটে লোক নির্মাণ বিভাগের প্রশিক্ষণ কেন্দ্ৰে জাফা অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪-এ গ্রহণ করেন শ্রীভূমি জেলার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক অরূপ রায় ও শিলচরের সাংবাদিক মনজুর আহমদ বড়ভূইয়া। জাফার অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা। অসমিয়া গামছা, উত্তরীয়, ঝাঁপি, সম্মান ফলক ও স্মারক তুলে দেওয়া হয়।
এদিন সাংবাদিক অরূপ রায় চিরাচরিত বাঙালি পোশাকে পুরস্কার গ্রহণ করায় মঞ্চের বিশিষ্ট ব্যক্তিরা প্রশংসা করেন। এদিন বরাক উপত্যকার তিন সাংবাদিকদের মধ্যে অরূপ রায় ও মনজুর আহমদ বড়ভূইয়া উপস্থিত থাকলেও অসুস্থতার জন্য হাইলাকান্দির সাংবাদিক অমিতকুমার দাস অনুপস্থিত ছিলেন। জাফার সম্মান গ্রহণ করে শ্রীভূমির সাংবাদিক অরূপ রায় প্রথমে জাফার সভাপতি, সম্পাদক তথা সংগঠনের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।