বাজারিছড়ায় নেতাজিপল্লীর পুজোয় গানের আসর মাতালেন বরাক-ত্রিপুরার শিল্পীরা
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২ নভেম্বর : এবারে কালীপূজায়ও বাজারিছড়ার কালাছড়া নেতাজিপল্লী কালীবাড়িতে পুজোয় আসর মাতালেন বরাক ও ত্রিপুরার শিল্পীরা। বৃহত্তর বাজারিছড়া এলাকার কালাছড়া নেতাজিপল্লী সর্বজনীন কালীবাড়ীি চ্যারিট্যাবল ট্রাস্টের কালীপূজার প্রতি বছর বিভিন্ন আয়োজন করে থাকে এবারও এর ব্যতিক্রম হয়নি। এবারের কালীপূজায় আসর মাতালেন বরাক ও ত্রিপুরার বিশিষ্ট শিল্পীরা। কালীপূজার দিন সন্ধ্যেবেলা থেকে শুরু হয় শ্যামাসঙ্গীতের আসর। শ্যামাসঙ্গীত পরিবেশন করার পাশাপাশি মায়ের তথ্যকথা নিয়ে বক্তব্য রাখেন হরিদ্বার থেকে আগত গীতাশাস্ত্রী মানিক শুক্লা মহারাজ। তাঁকে ট্রাস্টের পক্ষ থেকে গামচা দিয়ে বরণ করা হয়। রাত ১০ টায় শুরু হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো রাত চলে সাংস্কৃতিক অনুষষ্ঠান।
ভোরের দিকে কালীমন্দিরে মায়ের মহাপ্রসাদ নিতে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল অন্যদিকে শিল্পীদের মনমাতানো গান শুনতে প্রচুর দর্শকের সমাগম হয়। এককথায় গোটা অনুষ্ঠানটি ছিল মতমাতানো। রাতে কালীপূজা শেষে কালীমায়ের চরণে অঞ্জলী প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশর করেন শিল্পী বাহার দেবনাথ, অভয় অধিকারি, পৌশালী দেবনাথ, গসুস্মিতা দেব, দেবাঙ্কিতা ঘোষ, গোপাল দাস, স্থানীয় প্রবীঙলভ শিল্পী সুচরিত পাল ও মনমাতানো কয়েকটি শ্যামা সঙ্গীত পরিবেশন করেন। তাঁকে মৃদঙ্গে সহযোগীতা করেন সুদিপ পাল। অনুষ্ঠানে অক্টোপ্যাডে ছিলেন ঝুটন, কিবোর্ডে বিশ্বজ্যোতি দেবনাথ, ঢোলকে সুমন দাস, লিড গিটারে সুকান্ত ও রনবীর সিনহা। শ্যামা সঙ্গীত ছাড়া ও অনুষ্ঠান শেষে কয়েকটি লোক সঙ্গীত ও ধামাইল পরিবেশন করা হয়। কালীপূজা সুন্দর ও সুষ্টভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।