পালানো দুই বন্দীকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : মরিগাঁও জেলা কারাগার থেকে পালানো দুই বন্দীকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল অসম পুলিশ। জিয়ারুল ইসলাম ও সুব্রত সরকার জেল পালিয়ে বেঙ্গালুরুতে চলে যায়। চবে সেখানে গিয়েও রেহাই মিলেনি। সেখানে দু’জনকে গ্রেফতার করা হয়।
গত ২০ আগস্ট রাতে জিয়ারুল ইসলাম এবং সুব্রত সরকার নামে দুই বন্দী জেল থেকে পালিয়ে যায়। অবশেষে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।