গ্রেফতার দক্ষিণ করিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল

১৫ জানুয়ারি : দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে গ্রেফতার করল পুলিশ। বুধবার এমনই দাবি করা হয়েছে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। তবে ইউনকে গ্রেফতারের চেষ্টা প্রাথমিকভাবে রুখে দেন প্রেসিডেন্টের নিরাপত্তায় মোতায়েন (প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিস-পিএসএস) কর্মীরা। এমনকি তাঁরা পুলিশের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। যদিও শেষ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। চলতি মাসের শুরুতেও একবার ইউনকে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়িতে অভিযান চালানো হয়েছিল। কিন্তু নিরাপত্তা কর্মীদের বাধায় সেই অভিযান ব্যর্থ হয়। অবশেষে দ্বিতীয়বারের চেষ্টায় ইউনকে গ্রেপ্তার করা হল।

গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইউন। বিরোধী দলগুলির অভিযোগ, সামরিক আইন জারি করে দেশে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করতে চেয়েছিলেন তিনি। তীব্র প্রতিবাদ-প্রতিরোধের মুখে মাত্র ছয় ঘণ্টার মাথায় ইউন তা প্রত্যাহারে বাধ্য হন। তাঁকে বরখাস্তের দাবি তোলেন বিরোধীরা। পার্লামেন্টে সেই প্রস্তাবও আনেন তাঁরা। গত ১৪ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটিতে বরখাস্তের দাবির পক্ষেই অধিকাংশ ভোট পড়ে।

গ্রেফতার দক্ষিণ করিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল
Spread the News
error: Content is protected !!