উত্তর কৃষ্ণপুরে স্বামীর দায়ের কোপে আহত মহিলার মৃত্যু, গ্রেফতার

উত্তর কৃষ্ণপুরে স্বামীর দায়ের কোপে আহত মহিলার মৃত্যু, গ্রেফতার

আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ মার্চ : উত্তর কৃষ্ণপুরে স্বামীর দায়ের কোপে আহত স্ত্রীর মৃত্যু ঘটল। শুক্রবার রাত একটা নাগাদ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় মৃত্যু ঘটে। রাতেই কাছাড় পুলিশ খুনি স্বামীকে গ্রেফতার করে।

শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি সংঘটিত হয় উত্তর কৃষ্ণপুরের জহুর উদ্দিন চৌধুরী লেনে। জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে কয়েকদিন ধরে ঝগড়া চলছিল। ঝগড়ার রেষে শুক্রবার রাতে এই জঘন্য কাণ্ডটি ঘটালেন শিলচর পলিটেকনিকের ফার্মাসিস্ট আফজালুর রহমান। তিনি মূলত ধুবড়ি জেলার বাসিন্দা। কর্মসূত্রে উত্তর কৃষ্ণপুরে ভাড়া থাকতেন। তাদের দুই শিশু সন্তানও রয়েছে।

উত্তর কৃষ্ণপুরে স্বামীর দায়ের কোপে আহত মহিলার মৃত্যু, গ্রেফতার

এ দিন রাতে তারাবি নামাজ শেষ করে ঘরে ফিরে পুরানো রেষে ফের ঝগড়ায় জড়িয়ে পড়লে এক সময় তিনি দা নিয়ে স্ত্রী কোহিনুর বেগমের উপর আক্রমণ করে বসেন। উপর্যুপরি কোপ মারেন। এতে কোহিনুর মারাত্মক জখম হয়েছেন। মাথা, ঘাড়, হাতে দায়ের কোপ লাগলে মারাত্মক ক্ষত হয়। ঘটনার পর আফজালুর পালিয়ে যান। এরপর প্রতিবেশী ও পুলিশ মহিলাকে মেডিক্যাল পাঠান। জরুরী চিকিৎসার পর আইসিইউতে রাখা হয়। তাঁর অবস্থা সঙ্গীন ছিল। রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মহিলা। পুলিশ দা উদ্ধার করেছে রাতেই।

উত্তর কৃষ্ণপুরে স্বামীর দায়ের কোপে আহত মহিলার মৃত্যু, গ্রেফতার

পলাতক আফজালুরকে পাকড়াও করতে জোর তল্লাশি নেমে শিলচর রেলস্টেশন থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, এই লেনে বছর কয়েক আগে জোড়া খুনের ঘটনা ঘটেছিল। এক যুবক তার বাবা ও কাজের ছেলেকে খুন করে।

Author

Spread the News