একদিনে ৭ হাজারের বেশি টাকা আদায় ভুয়ো পুলিশের, অবশেষে গ্রেফতার
১৩ ডিসেম্বর : প্রতিদিন সকালে স্নান করে, খেয়েদেয়ে পুলিশের ইউনিফর্ম পরে বেরতেন। তারপর ঘুরতেন রাস্তার মোড়ে মোড়ে। কেউ ট্র্যাফিক আইন ভাঙলেই ধরতেন। আদায় করতেন মোটা টাকা জরিমানা। এভাবেই চলে একমাস। লক্ষাধিক টাকা রোজগারও হয় ওই ব্যক্তির। অবশেষে ধরা পড়লেন পুলিশের জালে।
লোকে সম্ভ্রমের চোখে দেখে। ভয়-ভক্তি করে। এটাকেই কাজে লাগায় জালিয়াতরা। তোলা আদায়, প্রতারণা কিছুই বাদ যায় না। সাধারণ মানুষও অসহায়। ভয়ে কিছু বলতে পারেন না। তারপর যখন আসল ঘটনা জানতে পারেন তখন কপাল চাপড়ান।
ঘটনাটিনউত্তর প্রদেশের উন্নাওর। জানা গিয়েছে, ওই ব্যক্তি প্রতিদিন পুলিশের পোশাক পরে রাস্তায় ঘুরতেন। নজর রাখতেন সবার উপর। দেখতেন, কে ট্র্যাফিক আইন ভাঙছে। এমন কাউকে পেলেই মোটা টাকা আদায় করতেন। ভয়ে টাকাও দিয়ে দিতেন চালকরা। কে আর আইনি ঝামেলায় জড়াতে চায়! এক মাস এভাবেই কাটে।
তবে সন্দেহ হয়েছিল অনেকেরই। পুলিশের কাছেও তাঁর নামে একাধিক অভিযোগ জমা পড়ে। অনেকেই জানান, এক ব্যক্তি পুলিশের ইউনিফর্ম পরে লোকজনের কাছ থেকে মোটা টাকা আদায় করছে। তবে ওই ব্যক্তিও চালু ছিলেন। কখনওই এক রাস্তায় পরপর দু’দিন দাঁড়াতেন না। নিজেকে উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল বলে পরিচয় দিতেন।
অভিযোগ, সোজা টাকা চাইতেন ওই ব্যক্তি। কোনও চালান দিতেন না। সেটাও মোটা টাকা। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। একাধিক অভিযোগ পাওয়ার পর অভিযানে নামে পুলিশ। বেশ কয়েকদিন খোঁজাখুঁজির পর অবশেষে জালে পড়েন ব্যক্তি। তল্লাশিতে তাঁর কাছ থেকে ৭,৩০০ টাকা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, একদিনে ওই ব্যক্তি ৭,৩০০ টাকা তোলা আদায় করেছিল। তার মানে এক মাসে প্রায় ২ লক্ষ টাকা তোলা আদায় হয়েছে। এরপরই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এসএসপি অখিলেশ সিং সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ধৃতের নাম শিব বক্স। তিনি রায়বরেলির বাসিন্দা। পুলিশ পরিচয় দিয়ে তোলা তুলতেন। এখন পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে জেল হেফাজতে রয়েছেন শিব বক্স।