গুয়াহাটিতে CGST-এর অতিরিক্ত কমিশনার সহ গ্রেফতার ২
বরাক তরঙ্গ, ১ জুলাই : গুয়াহাটিতে সিবিআই অভিযান চালালো। ঘুষ দাবি করার অভিযোগে একজন আইআরএস অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ। CGST-এর অতিরিক্ত কমিশনার এমএস রাওকে গ্রেফতার করা হয়েছে।
একজন মধ্যস্থতাকারীকেও গ্রেফতার করা হয়েছে। রেলের ঠিকার বিল সংগ্রহের নামে টাকা দাবি করেন আইআরএস অফিসার। দালালদের মাধ্যমে ৩ লাখ ৮৩ হাজার টাকা চেয়ে ছিলেন তিনি। প্রস্তুত করা হয়েছিল ৪৮ লাখ ৪৩ হাজার টাকার ডিমান্ড ড্রাফট। বিলটি ডিব্রুগড়ের অতিরিক্ত কমিশনারের মাধ্যমে প্রস্তুত করা হয়েছিল।