শিলচরে দুই ভুয়া দন্তচিকিৎসক গ্রেফতার

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : এবার ভুয়া দন্তচিকিৎসক গ্রেফতার করা হল। গোপন সূত্রের খবর এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন, আসাম রাজ্য শাখার সদস্য ডাঃ প্রদীপকুমার দাস কর্তৃক দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে শিলচরে বেআইনি দন্তচিকিৎসার বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। অভিযোগে বলা হয়, যোগ্যতা-বিহীন বহু ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রকাশ্যে রোগীদের দন্তচিকিৎসা দিয়ে আসছেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তালিকা প্রস্তুত করে পুলিশ দল শিলচরের তারাপুর ইন্ডিয়া ক্লাব মসজিদ কমপ্লেক্সে অবস্থিত হাজারি ডেন্টাল ক্লিনিক ও মজুমদার ডেন্টাল ক্লিনিক-এ হানা দেয়। অভিযানে বেআইনি চিকিৎসা চালাতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারা হলেন শিলচর মধুরবন্ধের কমরুল ইসলাম হাজারি এবং মালুগ্রাম শিববাড়ি রোডের বাসিন্দা টিংকু মজুমদার। অভিযানের সময় তাদের রোগীদের চিকিৎসা করতে দেখা যায়।

এ ছাড়া কমরুল ইসলাম হাজারির নামে ডাক্তারি প্যাড ও নথি উদ্ধার করা হয়েছে, যেখানে নিজেকে দন্তচিকিৎসক হিসেবে উল্লেখ করা হয়েছে। কাছাড়ের সিনিয়র পুলিশসুপার নুমুল মাহাতো রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের বেআইনি চিকিৎসা কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Spread the News
error: Content is protected !!