ধর্মনগর জেল থেকে পালানো আরেক আসামী শ্রীভূমি থেকে আটক

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : দুর্গোৎসবের মহানবমীর সকালে উত্তর ত্রিপুরার কালিকাপুরস্থিত জেল থেকে ছয় কুখ্যাত আসামী কর্তব্যরত কারারক্ষীদের উপর হামলা চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এতে জেল প্রশাসনের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠে। পরবর্তিতে পুলিশের পৃথক পৃথক অভিযানে এখন পর্যন্ত তিন পালানো অপরাধী ধরা পড়েছে। বৃহস্পতিবার রাতে ত্রিপুরা পুলিশের একটি দল অসমের শ্রীভূমি জেলায় পৌছে স্থানীয় পুলিশের সহায়তায় এক পলাতককে আটক করে। তার নাম রহিম আলি। বাড়ি উত্তর ত্রিপুরার চুরাইবাড়িতে। এর আগে ঘটনার দিন সন্ধ্যায় পলায়নরত অবস্থায় চন্দ্রপুরে ধরা পড়ে জেল ফেরার অপরাধী আব্দুল ফাত্তা। তার বাড়ি অসমের শ্রীভূমি জেলার নিলামবাজরে। ঘটনার পরদিন বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ পলাতক তথা বাংলাদেশ ফেনীর বাসিন্দা অপরাধী নারায়ণ দত্ত ত্রিপুরা সীমান্তের মালাকারবস্তি দিয়ে সেদেশে পাড়ি দেবার চেষ্টা করলে তাকে স্থানীয় জনগণ সহ কর্তব্যরত বিএসএফ আটক করে পুলিশের হাতে সমঝে দেন।
উল্লেখ্য, যে মহানবমীর সকালে উত্তর ত্রিপুরা জেলার কালিকাপুর জেলের পলাতক আসামীদের প্রাণঘাতি হামলায় কর্তব্যরত জেলকর্মী গেদু মিয়া গুরুতর আহত হয়ে বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বর্তমানে পলাতক আসামীদের মধ্যে রয়েছে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন, সুনীল দেববর্মা ও রোজান আলি। বাকি তিন পলাতককে ধরতে সবদিকে পুলিশি জাল বিছানোর খবর পাওয়া গেছে। তারা শীঘ্রই ধরা পড়বে বলে আশা ব্যক্ত করেছেন ধর্মনগরের এসডিপিও জয়ন্ত কর্মকার। জানা গেছে, জেল থেকে অপরাধী পলায়ন কাণ্ডে মদত দেবার অভিযোগে এক মদতদাতাকেও আটক করে টানা জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ।