রাস্তা সংস্কারের দাবিতে সোনাইর এসএমডি রোড অবরোধ
বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৪ মে : গুরুত্বপূর্ণ সোনাইর এসএমডি রোডের বেহাল অবস্থার জন্য রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানালো ওয়েসি ফ্যান্স ক্লাব। শনিবার সকালে সোনাই বাজারের মতিনগর রোডে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন ক্লাবের সদস্যরা। ঘণ্টাখানেক প্রতিবাদী কর্মসূচি চলার পর স্থানীয় প্রশাসনের আশ্বাসে প্রতিবাদ প্রত্যাহার করা হয়।
এনিয়ে সংবাদ মাধ্যমের সামনে ওয়েসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন রাজ বড়ভূইয়া বলেন, প্রশাসন তাঁদেরকে আশ্বাস দিয়েছে সোনাই-মতিনগর পূর্ত সড়কের সংস্কার কাজ করে দেবে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তার কাজ শুরু না হলে গণতান্ত্রিক ভাবে তাঁরা ফের আন্দোলন গড়ে তুলবেন বলে জানান।

এদিনের প্রতিবাদী কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েসি ফ্যান্স ক্লাবের সহ সভাপতি মুন্না লস্কর, উপদেষ্টা বাবুল মজুমদার, অমিজ চৌধুরী, সাহারুল মজুমদার, কালাম শেখ, ফরিজ শেখ, জমিল লস্কর, মুকিদ চৌধুরী সহ স্থানীয় জনতা।