দক্ষিণ সৈদপুরে খসড়ায় অসঙ্গতি, আপত্তি শোনলেন এআরও
বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকার খসড়া নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। খসড়ায় প্রতিটি জিপিতে অসঙ্গতি রয়েছে। কারও নেই নাম, কারও অন্য গ্রুপে। একই কাণ্ডের শিকার হল সোনাইয়ের দক্ষিণ সৈদপুর জিপিও। এ নিয়ে সরব হলেন জিপির জনগণ। আপত্তি জানালে বৃহস্পতিবার এআরও, জিপি সচিব, জনগণ ও প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে সংশোধন প্রক্রিয়ার কাজ শুরু করা হয়। এ দিন জিপি কার্যালয়ে এআরও সৌরভ দাস ও জিপি সচিব তথা অ্যাসিস্টেন্ট বিডিও রথীন্দ্র পাল ভোটার তালিকা নিয়ে ত্রুটিগুলো বুঝিয়ে নেন। প্রাক্তন জিপি সভাপতি আবজল হোসেন লস্কর, মহিম উদ্দিন লস্কর, ফয়জুল হক লস্কর, খাইরুল ইসলাম লস্কর, শিবলি আহমেদ বড়ভূইয়ারা ত্রুটিগুলো তুলে ধরেন।
তাঁরা সাংবাদিকদের জানান, জিপির প্রায় চারশো ভোটারের অসঙ্গতি রয়েছে। ভোটার তালিকার মধ্য থেকে নাম কেটে অন্য গ্রুপে নেওয়া হয়েছে। এতে প্রায় তিন কিলোমিটার দূরে পড়েছে তাদের বুথকেন্দ্র। তাঁরা সরকারের এসওপি মতে তালিকা হয়নি। সরকারি নিয়ম মতে ভোটার তালিকা প্রকাশের দাবি জানান।