আর্জি কর কাণ্ড : প্রতিবাদে পথে নামল
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : আর্জি কর মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে পথে নামল আকসা। মঙ্গলবার আকসা ছাত্র সংগঠনের কর্মী ও কর্মকর্তারা শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে হাতে হাতে প্লে কার্ড নিয়ে আর জি কর মেডিকেল কলেজে মহিলা চিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানায় এবং ঘটনা জড়িত দোষীদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানান। তারপর সেখান থেকে মুখে কালোকাপড় বেধে এক প্রতিবাদী মৌন মিছিল বের করেন আকসার কর্মকর্তারা। প্রতিবাদী মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গোলদীঘি মলে গিয়ে সমাপ্তি হয়।