ধলাইয়ে সেমিতে আর্জানপুর
কে দাশ, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল এর টিকিট নিশ্চিত করল টিএইচবি আর্জানপুর দল। বৃহস্পতিবার ধলাইর বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি-র পরিচালনায় স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে এলএইচ স্পোর্টিং নর্থ হাওয়াইথাংকে সাডেন ডেথ-এ পরাস্ত করে সেমিফাইনালে জায়গা করে নেয় আর্জানপুর দল।
এদিন খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে টিএইচবি আর্জানপুর। খেলার ১৭ মিনিটে গোল করেন রাঙবাউল। দু’দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে বেশ জমে উঠে দ্বিতীয়ার্ধের ম্যাচ। প্রবল উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে এলএইচ স্পোর্টিংকে সমতায় ফেরান বিশাল। নির্ধারিত সময়ের শেষে দুদল ১-১ গোলে সমতায় থাকে ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকার পর্যন্ত। টাইব্রেকারের খেলায়ও দু’দল সমতায় থাকে, শেষ পর্যন্ত সাডেন ডেথ-এ ৫-৪ গোলের ব্যবধানে বিজয়ী হয় আর্জানপুর।
এদিন অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আর্জানপুর দলের খেলোয়াড় রাঙবাউল। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সমাজসেবী রুদ্রেন্দু নাথ লস্কর, পঙ্কু নাথ, দীপক পাল, মিহির কান্তি ভট্টাচার্য, শিক্ষাবিদ মাখন সিংহ। এদিন খেলা পরিচালনা করেন শঙ্কর ভট্টাচার্য, প্রবীণ বর্মণ, কমরুজ্জামান লস্কর ও শামিম আহমেদ লস্কর। শুক্রবার কোন খেলা নেই। শনিবার ৩০ আগস্ট তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান এফসি ও ভাগা এফসি দল খেলবে।