এপিসিসি জোন চ্যাম্পিয়ন ইন্ডিয়া ক্লাব

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ (এপিসিসি) ক্রিকেটের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল শিলচরের ইন্ডিয়া ক্লাব। শুক্রবার জোন চ্যাম্পিয়ন হয়েই এই যোগ্যতা অর্জন করে তাঁরা।

অন্যদিকে, বরাক উপত্যকার বাইরের প্রথম কোনও দল হিসাবে অসম ক্রিকেট সংস্থার (এসিএ) সাউথ অসম জোন থেকে এপিসিসি-র মূলপর্বে খেলার ছাড়পত্র আদায় করল কার্বি আংলংয়ের ফোর সিজন ক্লাব।

এপিসিসি জোন চ্যাম্পিয়ন ইন্ডিয়া ক্লাব
রানার্স দল।

ফোর সিজন ক্লাবকে জোন পর্যায়ের ফাইনাল খেলার জন্য নিউ হাফলং স্টেশন থেকে ফিরে শিলচরে আসতে হয়েছিল। এরপর বৃহস্পতিবার ফাইনাল খেলতে নামলেও অর্ধেক খেলা হওয়ার পর তা বৃষ্টিতে পণ্ড হয়ে যায়। শুক্রবার আবার নতুন করে খেলা হল। তবে মাঠের অবস্থা ভাল না থাকায় দেরিতে ম্যাচ শুরু হয়। ২০ ওভারের ম্যাচে ঘরোয়া দল ইন্ডিয়া ক্লাব ৮ উইকেটে জিতে জোন চ্যাম্পিয়ন হল। তাঁরা পাচ্ছে দেড় লক্ষ টাকা। ফোর সিজন পাবে এক লক্ষ। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে ২০ ওভারে ৭ উইকেটে ১১৫ রান করে ফোর সিজন।
পুরস্কার তুলে দেন এসিএ-র প্রাক্তন সহসভাপতি বাবুল হোড়, ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য সহ অন্যান্যরা।

উল্লেখ্য, এপিসিসি-র গত পাঁচটি সংস্করণে করিমগঞ্জ ও শিলচরের একটি করে ক্লাব মূলপর্বে খেলেছে। এবার করিমগঞ্জের চ্যাম্পিয়ন ইয়ুথ স্কোয়ার ক্লাব রানরেটে পিছিয়ে পড়ে মূলপর্বের ছাড়পত্র আদায় করতে পারেনি।

Author

Spread the News