ফের ভয়াবহ অগ্নিকাণ্ড বাংলাদেশে, প্রায় ৩০০ দোকান পুড়ল

১৫ এপ্রিল : ফের রমজান মাসে  ভয়াবহ অগ্নিকাণ্ড বাংলাদেশে। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন দমকলকর্মীরা। রাজধানীর সুপার মার্কেটে আগুন লেগে যায় শনিবার সকালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। মোট ১৫ জন কর্মী অসুস্থ হয়ে পড়েন প্রথমেই। তাঁদের হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা হয়।
পরে ভর্তি হন আরও আটজন। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হন বলে সূত্রের খবর। অক্সিজেন দিতে হচ্ছে তাঁদের। শনিবার সকাল সাড়ে ৬ টা নাগাদ আগুন লাগে বহুতল এই মার্কেটে। সেনাবাহিনী, নৌবাহিনীও আগুন নেভানোর কাজ করছে।

সুপার মার্কেটের সামনের মীরপুর সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেখানেই দাঁড়িয়ে আগুন নেভানোর কাজ করে দমকলের গাড়িগুলি। মিরপুর সড়কের মানিক মিয়া এভিনিউ এবং পলাশি মোড় থেকেই গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হয়। ফলে যানজট তৈরি হয় নববর্ষের সকালে। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকল সূত্রে খবর।

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড বাংলাদেশে, প্রায় ৩০০ দোকান পুড়ল

আগুনে কতগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়ে কর্নেল মো. রেজাউল করিম বলেন, ‘দ্বিতীয় ও তৃতীয় তলায় বেশিরভাগ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্দিষ্ট সংখ্যা সিটি করপোরেশন বলতে পারবে। আমরা ধারণা করছি, ২৫০-৩০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম আরও বলেন, আগুনে ফায়ার সার্ভিসের ২৪ জন সদস্য আহত হয়েছেন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদের বেশিরভাগেই ধোঁয়ার কারণে শ্বাসনালীতে সমস্যা হয়েছে।

Author

Spread the News