বন্যার জলে ডুবে মৃত্যু আরও এক কিশোরের জেলায়

বরাক তরঙ্গ, ২ জুন : কাছাড় জেলায় আরও এক কিশোর মৃত্যু ঘটল বন্যার জলে ডুবে। সোনাই ও ডলুর পর বড়খলার বদরপুর-মাছিমপুর জিপিতে বন্যার জল থেকে গরু বাঁচাতে গিয়ে মৃত্যু ঘটে ১৭ বছরের এক কিশোরের।

বদরপুর-মাছিমপুর জিপির বদরপুর দ্বিতীয় খণ্ডের প্রয়াত মুকব্বির আলি লস্করের ছেলে নাজির হোসেন লস্কর গরু জলাশয় থেকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। স্থানীয় জনগণ তাকে উদ্ধারে নামলেও শেষ রক্ষা হয়নি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বড়খলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বড়খলা পুলিশ। থানার সেকেন্ড অফিসার  নয়ন কুমার পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। এ নিয়ে জেলায় ছয়জনের মৃত্যু হল। নিখোঁজ দুইজন।

উল্লেখ্য, নাজির হোসেন পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। ছেলের মৃত্যুর পর গোটা পরিবার অসহায় হয়ে পড়েছে।

Author

Spread the News