পরকীয়া, রাজ্যে আরও একটি খুনের ঘটনা

বরাক তরঙ্গ, ১৪ মে : একটি অবৈধ সম্পর্কের জন্য আরেকটি হত্যা রাজ্যে! সম্প্রতি, পরকীয়ার কারণে রাজ্যে বেশ কয়েকটি হত্যা ঘটেছে। গত দুই দিনে, গুয়াহাটি নগরে দু’টি হত্যার খবর প্রকাশিত হয়েছে। এইবার, ঘটনার স্থান গোয়ালপাড়ার দুধনৈ।

মঙ্গলবার রাতে, উদয়পুর, দুধনৈয়ে এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। ৬০ বছরেরও বেশি বয়সী ফুলেশ্বরী বর্মন রাভা নামের এক মহিলাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ওই মহিলার পুত্রবধূর সঙ্গে অবৈধ সম্পর্ক থাকা এক যুবক এই নৃশংস ঘটনাটি ঘটিয়েছে।

পরকীয়া, রাজ্যে আরও একটি খুনের ঘটনা

মঙ্গলবার রাতে, নীপ্পজ্যোতি রাভা নামে এক যুবক নিকটস্থ একটি দোকানে “লাল মরিচ” কিনতে গিয়েছিল এবং দোকানের পাশের বাড়ির মহিলাকে একটি ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে আক্রমণ করে তার মৃত্যু ঘটায়। শুধু তাই নয়, হামলাকারী নীপ্পজ্যোতি মহিলার দুই ছোট নাতনিকে গলা টিপে হত্যার চেষ্টা করেছিল।

চিৎকার এবং হট্টগোল শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হলেন। চিৎকার শুনে বাসিন্দারা পৌঁছলে হামলাকারী নীপ্পজ্যোতি পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলার মৃতদেহ উদ্ধার করে।

পরকীয়া, রাজ্যে আরও একটি খুনের ঘটনা

ঘটনার সঙ্গে সম্পর্কিত হয়ে, পুলিশ মৃত মহিলার পুত্রবধূকে আটক করেছে। এদিকে, পুলিশ খুনি নিপ্পোজ্যোতি, যিনি নীরজ রাভা নামেও পরিচিত, তার খোঁজ অব্যাহত রেখেছে।

Spread the News
error: Content is protected !!