শিলচরের দীপান্বিতার মুকুটে আরেকটি পালক

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : শিলচরের দীপান্বিতার জয়ের মুকুটে জুটল আরেকটি পালক। পশ্চিমবঙ্গের মালদায় গত ২৭ অক্টোবর মধুরিমা ফ্যাসিনেশন আয়োজিত এফবি শ্রীসুন্দরী সিজন-১১ প্রতিযোগিতার গ্রান্ড ফিনালেতে সিনিওর ফিমেল ক্যাটাগরিতে তৃতীয় স্থান দখল করল শিলচরের দীপান্বিতা চৌধুরী। উত্তর, পূর্ব ও উত্তর-পূর্ব ভারত ভিত্তিক এই প্রতিযোগিতা মালদার বি এম গ্র্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয় বিগত ২৫, ২৬ ও ২৭ অক্টোবর। প্রথম দু’দিন নানান বিভাগের প্রতিযোগিতার পর ২৭ অক্টোবর সন্ধ্যায় আরম্ভ হয় গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান। কিস, টিন ও সিনিওর এই তিন গ্রুপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সিনিওর গ্রুপে ১০ জন করে ছেলে ও মেয়েদের মধ্যে ওয়েস্টার্ন ও ট্র্যাডিশনাল এই দু’টি ইভেন্ট এবং প্রশ্নত্তোর পর্বের পর তিনজনকে শীর্ষ বাছাই করা হয়। এই তিনজনের মধ্যে প্রথম হয় দিল্লির রিস্কি সরকার, দ্বিতীয় হয় মালদার বিদিশা চক্রবর্তী এবং তৃতীয় হয় শিলচরের দীপান্বিতা চৌধুরী।

দীপান্বিতা শিলচরের বিবেকানন্দ রোডের ধীমান চৌধুরী ও নন্দিতা চৌধুরীর সুযোগ্যা কন্যা। উল্লেখ্য যে গত ১ সেপ্টেম্বর হাইলাকান্দিতে আয়োজিত সুন্দরী প্রতিযোগিতায় দীপান্বিতা শ্রেষ্ঠ সুন্দরীর শিরোপা পায়। দীপান্বিতা একজন নৃত্যশিল্পী, নাট্যকর্মী ও মডেল। দীপান্বিতার এই সাফল্যে শিলচরবাসী তথা তাঁর আত্মীয়স্বজন, প্রতিবেশী ও সহকর্মী গৌরবান্বিত। এ মর্মে তাঁকে উৎসাহিত করার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং সকলের আশীর্বাদ কামনা করেছেন।

শিলচরের দীপান্বিতার মুকুটে আরেকটি পালক
শিলচরের দীপান্বিতার মুকুটে আরেকটি পালক
Spread the News
error: Content is protected !!