মক্কায় কাছাড়ের আরও এক হাজির মৃত্যু

বরাক তরঙ্গ, ২২ জুন : মক্কায় পবিত্র হজ পালনে গিয়ে কাছাড়ের আরও এক হাজির মৃত্যু ঘটল। মৃত হাজি কাটিগড়ার বুরুঙ্গার বাসিন্দা মহি উদ্দিন। বয়স অনুমানিক ৬০ বছর। তিনি শুক্রবার রাতে মক্কার এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা যায়, হজ শেষে ঈদের দিন তিনি হঠাৎ পেটে ব্যাথা অনুভব করেন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

তাঁর পরিবারের রয়েছেন স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে। আর এই মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, এর আগে গোঁসাইপুর এলাকার হাজি জলাল উদ্দিন লস্কর, বড়খলার মওলানা সইফ উদ্দিন বড়ভূইয়া ও জসির উদ্দিন মজুমদার প্রয়াত হন।

Author

Spread the News