হামলায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত
১৭ নভেম্বর : অবরুদ্ধ গাজায় ইজরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৩ হাজার ৮০০ জনে পৌঁছেছে। রবিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আল জাজিরা জানায়, ইজরায়েলের সামরিক বাহিনী গাজায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার বেইট ফুরিকের অধিকৃত পশ্চিম তীরের গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে তারা। এ হামলায় কমপক্ষে ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে এ হামলায় বাস্তুচ্যুতের সংখ্যাও বাড়ছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তা-হীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
খবর : দৈনিক ইনক্লাব ডিজিটাল।
ছবি : ইন্টারনেট।