বার্ষিক ক্রীড়া ও প্রজাতন্ত্র দিবস উদযাপন মরকজ পাবলিক স্কুলে

বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : শিলচর শহরতলী উত্তর কৃষ্ণপুরের মরকজ পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া ও প্রজাতন্ত্র দিবস উদযাপন। ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া পাঁচদিন ব্যাপী স্কুলের ক্রীড়া প্রতিযগিতায় বিজয়ী এবং নানা ক্ষেত্রে বেস্ট অ্যাওয়ার্ড পাওয়া ছাত্রছাত্রী ও অভিভাবকদের সম্মাননা প্রদান করা হয় স্কুলের তরফে। বৃহস্পতিবার স্কুল ক্যাম্পাসে এনিয়ে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট আমন্ত্রিত বক্তারা প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ও পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

মরকজ পাবলিক স্কুলের ম্যানেজিং ডিরেক্টর মজিবুর রহমান চৌধুরীর পৌরহিত্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদ হোসাইন বড়ভূইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সাবির আহমেদ চৌধুরী, সোনাই এমসিডি কলেজের অধ্যক্ষ বাহারুল ইসলাম লস্কর, ইসলামিক চিন্তাবিদ মওলানা মবরুর আহমেদ বড়ভূইয়া প্রমুখ। মঞ্চে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ সফিক উদ্দিন, উত্তর সোনাই জেলা পরিষদ সদস্যা মুসলিমা বেগম লস্কর, সমাজকর্মী বাহারুল ইসলাম লস্কর, আজাদ হোসেন লস্কর, মহিবুর রহমান তালুকদার, শিপন মজুমদার, মওলানা আজমল হোসেন, মওলানা সাকির আহমেদ, আনোয়ার হোসেন প্রমুখ।
প্রতিবেদক : বাপন লস্কর, সোনাই।

Author

Spread the News