শ্রী শ্রী জয়ঠাকুর সেবা সমিতির বার্ষিক উৎসব সম্পন্ন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : আমরা রামরাজ্যে আছি এবং ভবিষ্যতেও থাকব এবং হিন্দুত্ববাদীর জয়জয়কার হবে। রবিবার শিলচরে শ্রী শ্রী জয়ঠাকুর সেবা সমিতির উদ্যোগে শিলচর সুভাষ নগরে আয়োজিত বার্ষিক উৎসবে অংশ নিয়ে জয়ঠাকুর সঞ্জীব গুপ্ত একথাগুলো বলেছেন। তিনি বলেন, যুব সমাজকে সঠিক দিশায় নিয়ে যেতে হবে। জয়ঠাকুরের প্রচারের জন্য এই উৎসবে এসেছেন। সবার যাতে মঙ্গল হয়, সবাই যাতে ভালো থাকেন সেটাই কামনা করেন বলে উল্লেখ করেন তিনি। এদিন শিলচরে শ্রী শ্রী জয়ঠাকুর সেবা সমিতির বার্ষিক উৎসব উপলক্ষে ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিকেল চারটায় শোভাযাত্রা রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে শুরু হয়ে অম্বিকাপট্টির শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দির হয়ে সুভাষ নগর দুর্গা মন্দিরের সামনে সমাপ্ত হয়। শোভাযাত্রায় ঢাক, ব্যান্ড পার্টি, ব্যানার, জয়ঠাকুর, রাম-লক্ষণ- সীতার জীবন্ত রূপের ট্যাবলো সহ বিশাল আকারের দ্যুতির আরতি ইত্যাদি প্রদর্শিত হয়। শোভাযাত্রায় শিশু, যুবক যবতী, মহিলা পুরুষ ভক্তরা শামিল হন। সেইসঙ্গে জয় ঠাকুরের ধ্বনি দেন। এদিন শিলচরের সুভাষনগর দুর্গামন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী শ্রী জয়ঠাকুর সেবা সমিতির অস্টম বার্ষিক উৎসব আয়োজন করা হয়। 

শ্রী শ্রী জয়ঠাকুর সেবা সমিতির বার্ষিক উৎসব সম্পন্ন

জয়ঠাকুর সেবা সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব জানান, প্রতি বছরের মতো এবারও শ্রী শ্রী জয়ঠাকুর সেবা সমিতির সপ্তম বার্ষিক উৎসব আয়োজন করা হয়েছে। উৎসব উপলক্ষে বরাক উপত্যকার তিন জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি, গুয়াহাটি সহ বিভিন্ন স্থান থেকে জয়ঠাকুরের সকল ভক্তরা উপস্থিত হয়েছেন। বার্ষিক উৎসব উপলক্ষে এদিন বিকেল ৪ টায় সমিতির  ভক্তের উপস্থিতিতে শিলচর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।  পরে জয়ঠাকুর সেবা সমিতির বার্ষিক উৎসব উপলক্ষে ধ্যান ও আরতির মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। তিনি জানান, অনুষ্ঠানের মুখ্য অতিথি সাধক তথা সমাজ সংস্কারক জয় ঠাকুর সঞ্জীব গুপ্ত  ধর্মীয় আলোচনা করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীরা ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন। বিশ্বজিৎ জানান,অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী ও  গুয়াহাটি থেকে আগত জয়ঠাকুরের ভক্তকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।

শ্রী শ্রী জয়ঠাকুর সেবা সমিতির বার্ষিক উৎসব সম্পন্ন

এছাড়া শিলচরের খুদে টেবিল টেনিস তারকা বিপ্রজিত দেবকে জয়ঠাকুর সেবা সমিতির পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।  অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী। এদিন অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয় বলে জানান তিনি। উল্লেখ্য, এদিন  শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরের পক্ষ থেকে শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তদের মধ্যে পানীয়জল বিতরণ করা হয়।

Author

Spread the News