ধলাইয়ের মেহেরপুরে সর্বজনীন শিব মন্দিরে বার্ষিক উৎসব
বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : প্রতিবছরের মত এবারও ধলাই বিধানসভার মেহেরপুর ক্লেভার হাউস চতুর্থ খণ্ডে সর্বজনীন শিব মন্দির কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বার্ষিক উৎসব পালন এবং হরিনাম যোগ্য আরম্ভ হয়।
এদিন উপস্থিত ছিলেন ধলাই বিধানসভার বিধায়ক নীহাররঞ্জন দাস। তিনি বক্তব্যে বলেন সরকারি অনুদান ছাড়া এরকম একটা মন্দির গড়ে তোলা খুবই সৌভাগ্যের ব্যাপার। এটা দেখে তিনি খুবই আনন্দিত হয়েছে। তিনি অতি শীঘ্রই মন্দিরের পাশে একটি কমিউনিটি হলের ব্যবস্থা করে দেবেন বলে ঘোষণা করেন। এ ছাড়া বক্তব্য রাখেন পরিমল নাথ চৌধুরী, বিমল নাথ চৌধুরী সহ কমিটির সভাপতি সুব্রত নাথ চৌধুরী, সম্পাদক প্রদীপ্ত নাথ চৌধুরী।
এই বার্ষিক উৎসবে প্রচুর সংখ্যক পুরুষ ও মহিলা ভক্ত সামিল হয়েছিলেন। এই পরম্পরা রক্ষার তাগিদেই প্রতি বছর বাৎসরিক উৎসব আয়োজন করে আসছেন সর্বজনীন শিব মন্দির কমিটির সদস্যরা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুমনা চৌধুরী, সুকান্ত নাথ চৌধুরী, সুন্দরমণি নাথ চৌধুরী, সেফুল নাথ চৌধুরী, সুপ্রিত নাথ চৌধুরী এবং কৌশিক নাথ চৌধুরী সহ অন্যান্যরা।