ফুটবলে সোনা ক্যালিকট ইউনিভার্সিটি, মহিলা বিভাগে আন্নামালাই বিশ্ববিদ্যালয়ের

খেলো ইন্ডিয়া গেমসের ফিল্ড অ্যান্ড ট্র্যাকে নয়া রেকর্ড_____

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : খেলো ইন্ডিয়া গেমসে মঙ্গলবার নয়া রেকর্ড গড়লেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের পোল ভোল্টার এম গৌথাম, জ্যাভলিনে চৌধুরী দেবীলাল বিশ্ববিদ্যালয়ের জ্যোতি এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের মধ্য-দূরত্বের দৌড়বিদ আমনদীপ কৌর। এখানকার ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে।
এদিকে, মিজোরামের আইজলে  কালিকট বিশ্ববিদ্যালয় কেরালা বিশ্ববিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে পুরুষদের ফুটবলে সোনা জিতেছে। অপর দিকে, গুয়াহাটির নেহেরু স্টেডিয়ামে উভয় দলই নির্ধারিত সময়ে ০-০ গোলে ড্র করে এবং পরে আন্নামালাই ইউনিভার্সিটি গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়কে টাই-ব্রেকে ৩-২ ব্যবধানে হারিয়ে মহিলা ফুটবলের সোনা ঘরে তুলে কালিকট বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, প্রতিযোগিতার আরো দুই দিন বাকি রয়েছে। এরমধ্যে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় এ প্রতিবেদন প্রস্তুতের সময়ে ২৪টি সোনা, ১৬টি রৌপ্য এবং ১৬টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় এগিয়ে রয়েছে। লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ১৩টি স্বর্ণ, ১২টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ নিয়ে  দ্বিতীয় এবং গুরুনানক দেব বিশ্ববিদ্যালয় ১০টি স্বর্ণ, ১৪টি রৌপ্য এবং ১৩টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে।
ট্র্যাক এবং ফিল্ডে মঙ্গলবার মাদ্রাজের গৌথাম বিশ্ববিদ্যালয়ের পুরুষদের পোল ভল্ট ইভেন্টে নয়া রেকর্ড গড়ে স্বর্ণপদক ঘরে তোলেন। তিনি কোট্টায়ামের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের সিদ্ধার্থ একে রেকর্ড ৪.৯০ মিটারের রেকর্ড  ভেঙে ৫ মিটারের নয়া রেকর্ড গড়েন।  একই ইভেন্টে ভারতিয়ার বিশ্ববিদ্যালয়ের বালন এস (৪.৬০ মিটার) এবং মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের উত্তম (৪.৫০ মিটার) যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন।

ফুটবলে সোনা ক্যালিকট ইউনিভার্সিটি, মহিলা বিভাগে আন্নামালাই বিশ্ববিদ্যালয়ের

এছাড়া ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের  জ্যাভলিন থ্রোতে জ্যোতি চাপের মধ্যে থেকেও  অতীত রেকর্ড  ভেঙে ৫৩.১৬ মিটার থ্রো দিয়ে এক নয়া ইতিহাস গড়েন। একই ইভেন্টে চন্ডীগড় ইউনিভার্সিটির দীপিকা (৫২.৬৮ মিটার) রূপা এবং চৌধুরী দেবীলাল বিশ্ববিদ্যালয়ের স্বপ্না ৪৬.৪৪ মিটার থ্রো করে ব্রোঞ্জ জিতেছেন।

মহিলাদের ৮০০ মিটার ইভেন্টে, আমনদীপ  ২:১১:২৭ সেকেন্ডে  এক নতুন গেম রেকর্ড গড়ে সোনার পদক জিতেন। আগের রেকর্ড ছিল হারমিলন কৌরের দখলে (২:০৬:৪০ সেকেন্ড) ছিল।

এই ইভেন্টে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের লাবণ্য (২:১১:২৩) সেকেন্ড এবং ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের দীপশ্রী (২:১২:০৬) যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন।

Author

Spread the News