মাতৃভূমি কাপ : টাইব্রেকারে রোমাঞ্চকর জয় পেল অঞ্জলি এফসি নুতন বাজার

কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : রবিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে আরহান এন্টারপ্রাইজ নর্থ হাওয়াইথাং-কে হারিয়ে এক রোমাঞ্চকর জয় পেলো অঞ্জলি এফসি নুতন বাজার। এই জয়ের সুবাদে ‘ডি’ গ্রুপ থেকে অন্তিম দল হিসাবে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করল তারা। ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ দলকে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে পরাস্ত করে অঞ্জলি এফসি নুতন বাজার।

এদিন প্রথমার্ধের খেলায় ১-০ গোলে এগিয়ে থাকে অঞ্জলি এফসি নুতন বাজার। অঞ্জলি এফসি নুতন বাজার দলের হয়ে প্রথমার্ধের ৩৫ মিনিটে দুর্দান্ত গোল করেন বিদেশি খেলোয়াড় কৃষ। দ্বিতীয়ার্ধে তারকা সমৃদ্ধ বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় নিয়ে মাঠে নামা প্রবল আত্মবিশ্বাসী অঞ্জলি এফসি নুতন বাজার ব্যবধান বাড়ানোর জন্য তৎপর ছিল। অপরদিকে সমতায় ফিরতে ঝাঁপিয়ে পড়ে আরহান এন্টারপ্রাইজ নর্থ হাওয়াইথাং। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে আরহান এন্টারপ্রাইজ নর্থ হাওয়াইথাং দলের খেলোয়াড় সাইমা দুর্দান্ত গোল করে নিজের দলকে সমতায় ফেরান। নির্ধারিত সময় শেষে দুদল ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকার অবধি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে রোমাঞ্চকর বিজয় হাসিল করে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে পৌঁছে যায় নুতন বাজার।

এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন অঞ্জলি এফসি নুতন বাজার দলের খেলোয়াড় রুয়াইয়া। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি প্রাক্তন জিলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষ ও বোয়ালিপার সর্বোদয় হাইস্কুলের প্রধানশিক্ষক মোঃ জসিম উদ্দিন আহমেদ। এদিন খেলা পরিচালনা করেন শামিম আহমেদ লস্কর, কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মণ। চতুর্থ রেফারি হিসাবে উপস্থিত ছিলেন হোসেন আহমেদ বড়ভূইয়া। আগামীকাল ১৮ আগস্ট সোমবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় রাউণ্ডের খেলা। এতে ‘এ’ গ্রুপের প্রথম খেলায় ব্রাইট স্টার ক্লাব রাজনগর ও কর্কট এফসি দল পরষ্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।

Spread the News
error: Content is protected !!