ক্ষতিপূরণ না দিয়ে জোর করে কাজ ভারতমালার, ক্ষুব্ধ জমি মালিকরা

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : ভারতমালা সড়ক নির্মাণ প্রকল্পের অধীনে জমি অধিগ্রহণের পর ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছেন অন্তত শতাধিক জমির মালিক। ক্ষতিপূরণ প্রাপকদের তালিকায় নাম থাকা সত্ত্বেও ‘রাইত মহাজন দ্বৈরথ্যে’র কারণে তাঁরা ক্ষতিপূরণ পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন। এই পরিস্থিতিতে সোমবার ম্যাজিস্ট্রেট এবং পুলিশ-সিআরপিএফের উপস্থিতিতে জোরপূর্বক নির্মাণ কাজ শুরু করা হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জমির মালিকদের অভিযোগ, বারবার আবেদন জানানো সত্ত্বেও তাঁদের প্রাপ্য ক্ষতিপূরণ মেটানো হয়নি। অথচ, তাঁদের জমিতে নির্মাণ কাজ শুরু করার জন্য ঠিকাদারি সংস্থা তৎপরতা শুরু করেছে। সোমবার ম্যাজিস্ট্রেট লক্ষীজিত গগৈ-এর উপস্থিতিতে পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে কাজ শুরু করতে গেলে জমি মালিকরা তাতে বাধা দেন।

ঘটনার সময় ম্যাজিস্ট্রেট গগৈ জমির মালিকদের সঙ্গে একটি বৈঠক করেন। জমি মালিকরা তাঁদের বক্তব্য তুলে ধরে জানান, তাঁরা উন্নয়নের বিরোধী নন। উন্নয়ন হোক, এটা তাঁরাও চান। কিন্তু তাঁদের দাবি, ক্ষতিপূরণ না মিটিয়ে কাজ শুরু করা হলে তাঁদের আপত্তি রয়েছে। ম্যাজিস্ট্রেট তাঁদের আশ্বস্ত করে জানান যে ক্ষতিপূরণের অর্থ আদালতে জমা দেওয়া হবে। তবে, এই প্রস্তাবে জমি মালিকরা অসন্তুষ্ট হন এবং ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত কাজ শুরু না করার সিদ্ধান্তে অনড় থাকেন। তা সত্ত্বেও, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই জোর করে কাজ শুরু করা হয়। একটি এস্কেভেটর দিয়ে জমিতে মাটি কাটার কাজ শুরু হলে জমি মালিকরা প্রাথমিকভাবে তা আটকানোর চেষ্টা করেন। কিন্তু বিপুল সংখ্যক পুলিশ ও সিআরপিএফের সামনে তাঁদের আপত্তি বেশি সময় ধরে টেকেনি। জোরপূর্বক কাজ শুরু করে দেওয়ায় স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে।
এই ঘটনা ভারতমালা প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন এবং জমি অধিগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। ক্ষতিপূরণ থেকে বঞ্চিত জমি মালিকদের দাবি না মানলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন ক্ষতিপূরণ বঞ্চিত জমি মালিকরা।

Spread the News
error: Content is protected !!